ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

ফেসবুক ব্যবহারে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নজরদারি কঠোর করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশি থেকে দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ই জানুয়ারি ও মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২শে অক্টোবরের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এ নির্দেশ অমান্য করা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। একইসঙ্গে মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২শে অক্টোবর জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথ অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানকে বলা হলো। সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দেয়া হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত ১৯শে জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের বার্তা দেয়া হয়। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status