ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি বিএনপি’র

স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২৫, সোমবার
mzamin

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩০শে জুন থেকে ৬ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
রুহুল কবির রিজভী জানান, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৩০শে জুন ছাত্রদল শহীদ মিনারে (রাত) ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল, ১লা জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান, ৩রা জুলাই ড্যাবের উদ্যোগে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, ৫ই জুলাই ঢাকা ধানমণ্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট, ৯ই জুলাই ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঝবসরহধৎ ড়হ ঝুংঃবসধঃরপ ঐঁসধহ জরমযঃং ঠরড়ষধঃরড়হ নু ঝঃধঃব অঢ়ঢ়ধৎধঃঁং-অ জড়ধফ ঃড় ঔঁষু টঢ়ৎরংরহম! সেমিনার, ১১ই জুলাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১২ই জুলাই ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সকল শহীদ পরিবারের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতবিনিময় সভা, ১৪ই জুলাই ঢাকা (শহীদ মিনার) বাস্তবায়ন কমিটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান, ১৫ই জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন (বিশেষ আলোচনা অনুষ্ঠান), ১৬ই জুলাই ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ, ১৭ই জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাবিতে আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভা, ১৮ই জুলাই ওলামা দলের উদ্যোগে দেশব্যাপী দোয়া মাহফিল সারা দেশ এবং সারা দেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ, ১৯শে জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টার ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন বাংলাদেশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ এ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২০শে জুলাই কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান (শহীদ জিয়া উদ্যান ও সারা দেশে বৃক্ষরোপণ)।
এ ছাড়া ২১শে জুলাই ঢাকা পেশাজীবী সংগঠনের উদ্যোগে গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভা, ২২শে জুলাই ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান, ২৩শে জুলাই শাহবাগে মোমবাতি প্রজ্বালন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্মৃতিস্তম্ভ: জুলাই-এ লাশের সারি, ২৪শে জুলাই দৃক গ্যালারিতে বাস্তবায়ন কমিটির উদ্যোগে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী, ২৫শে জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী (কূটনীতিকদের জন্য সংরক্ষিত), ২৬শে জুলাই মানিক মিয়া এভিনিউতে বাস্তবায়ন কমিটির উদ্যোগে গ্রাফিতি অঙ্কন ‘গণ-অভ্যুত্থান ২০২৪ দেশে দেশে’ কর্নার ‘গণসংগীত’, ২৭শে জুলাই বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন, ২৮শে জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান,  ২৯শে জুলাই আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক গণতান্ত্রিক পথযাত্রায় শিশু, ৩০শে জুলাই ‘নারকীয় জুলাই’ (সাভার-আশুলিয়া থানায় লাশ পোড়ানোর স্থানে জনসভা), ৩১শে জুলাই ঢাকাসহ সারা দেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মার্চ ফর জাস্টিস, ১লা আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে গণ-অভ্যুত্থান ২০২৪ এর অন্যতম স্থান যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা ও মিরপুরে জনসভা, ২রা আগস্ট নয়াপল্টনে জনতার জুলাই-আগস্ট, জনতার কারফিউ (পথনাটক)-‘পালাবো না, কোথায় পালাবো?, শেখ হাসিনা পালায় না’, ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ, ৪ঠা আগস্ট যুবদলের উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ কর্মসূচি, ৬ই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার বিজয় মিছিল করবে বিএনপি।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status