ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মধ্যরাতে হাসিনার পক্ষে ঝটিকা মিছিল প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২০ অক্টোবর ২০২৪, রবিবারmzamin

চট্টগ্রামে মধ্যরাতে  হঠাৎ ঝটিকা মিছিল করেছে  যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের কয়েকজনকে অস্ত্র বহন  করতেও দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে  বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ  করেন। তারা  চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কার্যালয় ঘেরাও করেন। একইসঙ্গে  ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ- যুবলীগকে  নিষিদ্ধের দাবি জানান। শুক্রবার (১৮ই অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরের জামালখান এলাকায় জয় বাংলা স্লোগান দেন ২৫-৩০ জন তরুণ। তবে এক থেকে দেড়  মিনিট পর তারা দ্রুত সটকে পড়ে। পরে সেখানে শিবিরের নেতাকর্মীরা এসে মিছিল করেন। এরমধ্যে হঠাৎ করে গভীর রাতে আওয়ামী লীগের মিছিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে  পলাতক  যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা এমন  কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে বলে অভিযোগ করেন তারা।
আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা  ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সামনে কয়েকটি মোটরসাইকেল ধীরগিততে এগিয়ে চলছে। সেগুলোর পেছনে ২০-৩০ জনের মিছিল। তাদের বেশির ভাগেরই মুখে ছিল মাস্ক। সেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’-স্লোগান দিতে দেখা যায় তাদের। দ্রুতই তারা মিছিলটি শেষ করে চলে যান।

এদিকে মধ্যরাতে চট্টগ্রামের জামালখানে পতিত স্বৈরাচারের পক্ষে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার বিকাল  ৩টায়  বিক্ষোভ সমাবেশের  ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ থেকে ?‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেয়া হচ্ছে।সমাবেশ থেকে তারা মিছিল নিয়ে  চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয় ঘেরাও করেন। ঘেরাও কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘যারা এদেশের ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়েছে, খুন করেছে, গুম করেছে। তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সকল দোসর সংগঠনকে নিষিদ্ধ করছি।’
বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ওপর গুলি চালিয়েছে, আমাদের ভাই-বোনদের হত্যা করেছে। নির্বিচারে গুলি চালিয়েছ। আমরা দেখতে পাচ্ছি তারা এখনো অবাধে ঘোরাফেরা করছে। তারই ফলস্বরূপ আমরা দেখেছি তারা হাইকোর্টে খুনি হাসিনার পক্ষে স্লোগান দেয়। রাতের আঁধারে ছাত্রলীগ খুনি হাসিনার জন্য স্লোগান দেয়।’
রাফি বলেন, ‘তারা ভেবেছিল আমরা ঘুমাইয়া গেছি, তারা বুঝে নাই আমরা তাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই। যারা এখনো খুনি হাসিনার পক্ষ নিয়ে, স্বৈরাচারের পক্ষ নিয়ে তারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। তারা কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’
এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই উল্লেখ করে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যে চট্টগ্রামের মাটিতে শহীদ ওয়াসিম, শহীদ শান্ত এবং শহীদ হৃদয় তরুয়ার রক্ত লেগে আছে। সেই রাজপথে তারা স্লোগান দেয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা মনে করি এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে।’

পাঠকের মতামত

প্রশাসন কোথায়???

মানজুর আহমাদ ছিদ্দিক
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ১১:১৯ অপরাহ্ন

এগুলো এখনো জেলে ঢুকে নি কেন? অবৈধ অস্ত্র উদ্ধার করা হলো না কেন এতদিনেও?


২০ অক্টোবর ২০২৪, রবিবার, ১০:৩১ অপরাহ্ন

আওয়ামীলীগ কে দাবাই য়া রাখা এতো সহজ না, সময়মতন বুজবা , তোড়া জামাত, শিবির, তোড়াই হত্যা কেড়েছিস পরিকল্পিত ভাবে, জুলাই, আগষ্ট হত্যার জন্য তোড়া পাকিস্তান এড় দালাল তোড়াই দায়ী "

sameer hp
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ১০:২৯ অপরাহ্ন

গণহত্যাকারী দলের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত।

ছালেহ আহমদ সুহাইল
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৩:১৮ অপরাহ্ন

এদের এতো সাহস কোথেকে হলো? এদেরকে ধরে ধরে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

Mohammed Rafiqul Isl
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ২:২৮ অপরাহ্ন

আওয়ামী সন্ত্রাসী বাহিনী কে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

Alamin Amin
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

জঙ্গি হাসিনার সব কাম মধ্য যাইতেই হয়!!! ভোট বাক্স ভরা, আসামীকে জ'বাই দেয়া, শাস্তি দেয়া, রাজনৈতিক তাহাজ্জুদ পড়া... শুধু পালাইছে মধ্য দিনে!!!

মুহিত রানা
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৬:০৯ পূর্বাহ্ন

গণহত্যাকারী আওয়ামী লীগরা জনধিকৃত। ওদের লাফালাফির কোন মেরিট নেই।

NP
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৩:৫৬ পূর্বাহ্ন

চোরের মত রাতের আঁধারে তাও আবার মুখোশ পড়ে স্লোগান দেয়- ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’। হাসবো না কাঁদবো। এদের মত সন্ত্রাসীদের স্থান বাংলার মাটিতে আর হবে না।

AA
২০ অক্টোবর ২০২৪, রবিবার, ২:৪০ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status