দেশ বিদেশ
মোহাম্মদপুরে প্রকাশ্য চাপাতি নিয়ে ঘোরা সেই যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবাররাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবকের নাম শুভ ওরফে হৃদয় (২০)। তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, গোপন তথ্য ছিল মঙ্গলবার রাতে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে র্যাব-২ এর একটি দল ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালালেও শুভকে দেশি অস্ত্রসহ আটক করা হয়। গ্রেপ্তার আসামি শুভ ওরফে হৃদয়ের (২০) প্রকাশ্যে চাপাতি নিয়ে ঘোরাঘুরির একটি ভিডিও সমপ্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়, যা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামির বরাত দিয়ে র্যাব আরও জানায়, আসামি স্বীকার করেছে, সে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।
দীর্ঘদিন ধরে সে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তারা ছিনতাই করার উদ্দেশ্যেই সেখানে একত্র হয়েছিল।