দেশ বিদেশ
দুদক থেকে শরীফের চাকরিচ্যুতি অবৈধ: হাইকোর্ট রায়
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারদুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে জ্যেষ্ঠতা ও অন্যান্য সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে শরীফ উদ্দিনের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মো. সালাউদ্দিন দোলন। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট আসিফ হাসান। রায়ের পর ব্যারিস্টার সালাউদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। জ্যেষ্ঠতা ও সব সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে ৩০ দিনের মধ্যে পুনর্বহাল করতে নির্দেশ দেয়া হয়েছে।
তিন বছর আগে ২০২২ সালের ১৬ই ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ-সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধির বৈধতা নিয়ে ও চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে একই বছরের ১৩ই মার্চ শরীফ রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল দেন। রুলে দুদকের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে রুলে তার বেতন সব সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহাল করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। দুদকসহ বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়। রুলের ওপর শুনানি শেষে রায়ের জন্য দিন রাখা হয়। রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে বুধবার রায় দেন হাইকোর্ট। রায়ের সময় শরীফ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।