দেশ বিদেশ
আরপিওসহ গুরুত্বপূর্ণ আইন সংশোধনে ইসি’র বৈঠক আজ
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর গণপ্রতিনিধিত্ব আদেশসহ একগুচ্ছ বিষয় নিয়ে আজ সভা ডেকেছে নির্বাচন কমিশন। ইসি’র জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার প্রথমবারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ শিহাব উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় বিষয়গুলো বাস্তবায়নে অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়েছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার মানবজমিনকে বলেন, রুটিন আলোচনা হয়েছে। আইন সংশোধনের ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এদিকে ঐকমত্য কমিশনের বৈঠকের পর আজ গুরুত্বপূর্ণ ৫টি বিষয় নিয়ে বৈঠক করবে ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে সিইসি’র সভাপতিত্বে অষ্টম কমিশন সভা হবে। এ সভার আলোচ্যসূচিতে রয়েছে-আরপিও (সংশোধন) অধ্যাদেশ, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ (সংশোধন) অধ্যাদেশ, মনোনয়নপত্রে প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা এবং বিবিধ বিষয়। এ কমিশন সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসিকে সহায়তার প্রস্তাব পর্যবেক্ষক সংস্থার: এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডাভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপজিশন ইন্টারন্যাশনাল’। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধিরা। বুধবার বিকালে সিইসি’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‘দ্য অপজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট এবং মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহীদুল আলম। ড. ওয়েন লাইপার্ট বলেন, পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সিইসি’র কাছে প্রবাসী ভোটারদের নিবন্ধন নিয়ে সহায়তার বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম। ড. শহীদুল আলম বলেন, প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেয়ার। বিশেষ করে যারা গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে প্রতিরোধ দেখিয়েছিল এবং পরে তা আবার চালু করেছিল। তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি। তিনি আরও বলেন, আমরা এমন একটি মেগাফোন হতে চাই, যার মাধ্যমে প্রবাসীদের কাছে ইসি’র বার্তা পৌঁছায়। অনেক সময় তথ্য ঘাটতির কারণে তারা প্রক্রিয়ার বাইরে থেকে যান। সেই জায়গায় সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের আশঙ্কা ছিল-তারা ভোটাধিকার থেকে বাদ পড়তে যাচ্ছেন। সেই উদ্বেগ থেকেই আমি তাদের সঙ্গে এসেছি।