দেশ বিদেশ
কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে সংস্কৃতি সচিব
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
চিকিৎসাধীন কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে গিয়েছেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। গতকাল বিকালে ঢাকার মহাখালীস্থ একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে যান সচিব। ফরিদা পারভীনের অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে জানান তার স্বজনরা। তিনি সচেতন আছেন এবং চোখ খুলে তাকাতে পারছেন। সকালে ছেলের সঙ্গে কথাও বলেছেন কিছুটা। তার স্বামী বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম বলেন, বুধবারের মধ্যে মেডিকেল বোর্ড গঠনের কথা রয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তারা কাজ করবেন। বিদেশে নিতে হলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সংস্কৃতি সচিব তাকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের গর্ব লালন সংগীত সাধক ফরিদা পারভীনের ব্যাপারে সরকার যথোপযুক্ত সহায়তা প্রদান করবে। সংস্কৃতি সচিব আরও বলেন, গত ৫০ বছর যাবৎ ক্রমাগত সাধনার মাধ্যমে ফরিদা পারভীন লালন সংগীতকে দেশে-বিদেশে ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি গাজী আব্দুল হাকিমকে ধৈর্য ধরতে বললেন এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলেন। সংস্কৃতি মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ফরিদা পারভীন চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনিজনিত সমস্যা গুরুতর রূপ ধারণ করেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে সেপটোসেমিয়া। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিস চক্রবর্তী বলেন, শিল্পী ফরিদা পারভীনের ব্যাপারে সর্বোচ্চ চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা হয়েছে। তবে এই মুহূর্তে ভিজিটরদের তার কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। সংস্কৃতি সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী এবং শিল্পী কল্যাণ সমিতির সভাপতি শাওয়াল খান। উল্লেখ্য, সাংস্কৃতিক সচিব মো. মফিদুর রহমান সরকারের পক্ষ থেকে একটি ১০ লাখ টাকার চেক নিয়ে গেলে অসুস্থ ফরিদা পারভীনের স্বামী বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের সহৃদয় বিবেচনাবোধে তারা আপ্লুত। কিন্তু তার পরিবারের অনেক সদস্য কোনোরূপ আর্থিক সহায়তা গ্রহণের বিপক্ষে।
পরবর্তীকালে এই জটিলতা নিদর্শন হলে তিনি অবশ্যই সাংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।