ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
৯ অক্টোবর ২০২৪, বুধবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আট জন নিহতের ঘটনায় দায়ের করা পৃথক আট হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দিয়েছেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তাকে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে আটটি মামলায় তার রিমান্ড আদেশ দেয়া হয়েছে তার মধ্যে ৭টি যাত্রাবাড়ী থানা ও ১টি নিউমার্কেট থানার মামলা। গুলিতে সাকিব হাসান, ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই মামলায় তার মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইরফান ভুঁইয়া, মুনতাসির রহমান, ভ্যানচালক সুজন, মাহমুদুল হাসান জয় (১৪) ও রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা পৃথক ৫ মামলায় ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া, নিউমার্কেট থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 
গত ৩রা সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যার অভিযোগে করা মামলায় পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর, রাজধানীর চানখাঁরপুল এলাকায় মোহাম্মদ ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪শে সেপ্টেম্বর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পাঠকের মতামত

tara je bomika rekhecy tader 73months nite hobe

yahia
৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৫:২৭ পূর্বাহ্ন

এই রিমান্ড তারা প্রভাব খাটিয়ে অনেকটা তদবীরের মাধ্যমে মঞ্জুর করিয়ে নেন। কারন, এই মুহুর্তে জেলখানার চেয়ে রিমান্ড সেল তাদের জন্যে নিরাপদ,খেতে পারেন বাসার খাবার,থাকতে পারেন এসি রুমে।

Md Nizam Uddin
৯ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:১০ পূর্বাহ্ন

মামুন সাহেবের জন্য এ রিমান্ড যে আশির্বাদ তা বলার অপেক্ষা রাখেনা।

Siddq
৯ অক্টোবর ২০২৪, বুধবার, ৭:৫৬ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status