দেশ বিদেশ
জঙ্গি সন্দেহে আটকদের বিষয়ে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবারমালয়েশিয়ায় জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে দেশটির কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থি জঙ্গি আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আটকের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশ আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তথ্য চেয়ে মালয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক বা হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনো তদন্ত চলছে কিংবা তাদের মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় সহায়তা দেবে। বাংলাদেশ আবারো সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে তৈরি আছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৭শে জুন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানান।