দেশ বিদেশ
‘খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে’
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারসঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে মানুষ সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে?’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজ্যুলুশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো- যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দেয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। শনিবার দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এনবিআরের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে যা যা করা লাগবে আমরা করবো। পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেয়া হয়েছে।’ এ ছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ নবীনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর-বাঞ্ছারামপুর হয়ে ঢাকায় যাওয়ার প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য যেন ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।’ এ ছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সালেহউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
এতে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর পরিচালনায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও ‘অলরাউন্ডার’ গ্রন্থের লেখক এম এইচ শান্তি তার লেখা বইটি উপদেষ্টার হাতে তুলে দেন।