দেশ বিদেশ
ঘুম ভাঙতেই শিশুর চোখে ভয়াবহ দৃশ্য
মা মেঝেতে বাবা রাস্তায় নিথর
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারমৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি চা-বাগানে এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ঘুম ভেঙে তাদের ছোট ছেলে লিটন বুনারজি (৮) প্রথমে মায়ের নিথর দেহ দেখে। এরপর ঘরের বাইরে গিয়ে দেখতে পায়, সামনের রাস্তায় পড়ে আছেন তার বাবাও। নিহতরা হলেন- দিলীপ বুনারজি (৪৭) ও তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। সারি বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে ঢাকায় চাকরি করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মাবাবার সঙ্গে একই ঘরে থাকত। শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি হরগোবিন্দ গোস্বামী জানান, সকাল ৯টার দিকে লিটনের ঘুম ভাঙে। মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া মেলে না। এরপর সে ঘরের বাইরে গিয়ে দেখে, বাবা রাস্তায় পড়ে আছেন। তাকেও সাড়া না পেয়ে দৌড়ে গিয়ে প্রতিবেশীদের জানায়। তারা এসে নিশ্চিত হন, দুজনেই মারা গেছেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। মরদেহের মুখে দুর্গন্ধ ছিল এবং ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে। কী কারণে তারা এমন ঘটনা ঘটালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।