দেশ বিদেশ
জুলাই ঘোষণাপত্র
মতামত চেয়েছে সরকার দু’একদিনের মধ্যে দেবে বিএনপি
স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারঅন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় বিএনপি’র মতামত চেয়েছে। আগামী দুই থেকে একদিনের মধ্যে তা চূড়ান্ত করে একটি কপি সরকারের কাছে পৌঁছে দেবে দলটি। কারণ বিএনপিও শিক্ষার্থীদের মতো চায় দ্রুত জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত্ত করা হোক। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নিধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে কিছুটা সংযোজন-বিয়োজন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠক মুলতবি ঘোষণা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলমান ছিল। গতকাল রাত সাড়ে ৮টায় ফের মুলতবি বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপ, নারী আসন, নির্বাচনের পিআর পদ্ধতিসহ সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে তাদের বর্তমান অনড় অবস্থান ধরে রাখা হবে। বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয়। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একইসঙ্গে এই শুল্কনীতি পুনর্বিবেচনার জন্য আমেরিকা সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে দলটি।
সূত্রটি জানায়, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার রিপোর্ট তুলে ধরেন। পরে সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতামত দেন নেতারা। ঐকমত্য কমিশনের বৈঠকে ইতিমধ্যে সংসদে নারীদের আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। তবে তারা কীভাবে নির্বাচিত হবেন, সে ব্যাপারে এখনো ঐকমত্য হয়নি। বৈঠকে সিদ্ধান্ত হয়, তারা প্রচলিত পদ্ধতিতে সংসদে নারী প্রতিনিধিত্ব নির্বাচিত করার পক্ষে অবস্থান নেবে।