ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

কেন ভ্যাট বাড়ানো হলো, কিছুদিন পর জানবেন

স্টাফ রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর ফলে দ্রব্যমূল্যে অতটা প্রভাব ফেলবে না বলে আবারও দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে ভ্যাট বাড়ানোর উদ্যোগ পর্যালোচনা ও চলমান সমালোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এর আগে গত ৯ই জানুয়ারি রাতে শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারির পর থেকে খাত সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। ব্যবসায়ীদের আন্দোলনের মুখে গত ১৬ই জানুয়ারি রেস্তরাঁর ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। এর চারদিন পর মঙ্গলবার মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটও কমিয়ে আগের মতো ১০ শতাংশে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা এসেছে খোদ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও জাতীয় নাগরিক কমিটির কাছ থেকেও।

গতকাল সাংবাদিকদের পক্ষ থেকে ভ্যাট বৃদ্ধির উদ্যোগ পুনর্বিবেচনা করা হবে কি না, সে প্রশ্ন রাখা হলেও অর্থ উপদেষ্টা তা এড়িয়ে যান। তবে সমালোচনা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, তারা তাদের কথা বলুক। কী প্রেক্ষিতে করেছি, সেটা কয়েকদিন পর জানতে পারবেন। সরকারি কর্মকর্তাদের মহার্ঘ্য ভাতার অর্থ কবে ছাড়া হবে জানতে চাইলে তিনি বলেন, সেটার বিষয়ে এখন আমি কিছু বলবো না।

গত দুই মাসে খাদ্যের অত্যধিক মূল্যস্ফীতির সময়ে সুলভ মূল্যে কচু, বেগুন, লাউসহ বিভিন্ন সবজি বিপণন শুরু করেছিল কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। এখন সবজির দাম কমে আসায় বিশেষ ওই ওএমএস বন্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, জরুরি ভিত্তিতে আমরা বিশেষ ওএমএসটা করেছিলাম। বেশ সাকসেসফুলি কাজটা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট দিয়ে কৃষি মন্ত্রণালয় বিশেষ এই ওএমএস’র আয়োজন করেছিল। বিশেষ ওএমএস-এ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের ৮ লাখের বেশি মানুষ কাভারেজ পেয়েছিল জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে এটা আমরা স্থগিত করলাম। কারণ, বাজারে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন দেখা দেয় তখন আবারো ওএমএস’র বিষয়টি বিবেচনা করা যাবে।

চালের দাম নিয়ে তিনি বলেন, সাপ্লাই চেইনটা এখনও ব্রোকেন। মোকামে থাকে, রিটেইলাররা ঠিকমতো আনে না। এটা সরবরাহের সংকট নয়। তবুও চালের দামটা কিছুটা কমেছে। বৈঠকে সার কেনার কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে জানিয়ে উপেদষ্টা বলেন, ডিএপি, ইউরিয়া সারের একটা বাফার স্টক করার চেষ্টা করছি। কারণ, সরকারি সারের মজুত না থাকলে বেসরকারি উদ্যোক্তারা দাম বাড়িয়ে দেয়।
 

পাঠকের মতামত

এখনি বুঝান, হাসিনার দলের মত কথা বললে হবে.

নুর
২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

গরিব মানুষের ব্যবহার করা তেল চিনি মসলা এবং সিগারেটের উপর ভ্যাট বসানোর রেজাল্ট হবে , এ সরকারের উপর জনগনের সমর্থন রাশ করে ,ভিন্ন গ্রুপকে ক্ষমতায় আনা এবং সব সংস্কার ,বিচার , এবং পাচারক কৃত অর্থ আনার পথ বন্ধ করে দেয়া ।

কাজী মোস্তফা কামাল
২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮:০২ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status