বাংলারজমিন
লক্ষ্মীপুরে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
লক্ষ্মীপুরে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করছে সদর থানা পুলিশ। গতকাল ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ ঢাকার কেরানীগঞ্জ এলাকার গোপাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (৩৪), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে খোরশেদ আলম (১৯), আহসান উল্যাহর ছেলে রিপন হোসেন ঝোটন (৩৪) ও একই উপজেলার চরবগা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২৩)। পুলিশ জানায়, গত ১১ই জানুয়ারি রাতে সদর উপজেলার পিয়ারাপুর এলাকা থেকে একটি পিকআপ চুরি করে চোরচক্র। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় চোরচক্র চিহ্নিত করা হয়। কেরানীগঞ্জ এলাকায় পিকআপসহ চারচক্রের অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার ও পিকআপটি উদ্ধার করা হয়। একপর্যায়ে তাদের তথ্যের ভিত্তিতে রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ জানান, তারা সবাই আন্তঃজেলা গাড়ি চোরচক্রের সদস্য ও চুরির কথা স্বীকার করেছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।