বাংলারজমিন
দেলদুয়ারে যুবলীগ নেতা গ্রেপ্তার
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
টাঙ্গাইলের দেলদুয়ারে যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ দিনের অভিযানে গত বৃহস্পতিবার গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল উপজেলার শুভকী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। জানা যায়, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ই আগস্ট উপজেলার পাথরাইল ইউনিয়নের পুঠিয়াজানী বাজারে ছাত্র-জনতার অংশগ্রহণে বিজয় মিছিল বের হয়। মিছিলে শুভকী গ্রামের হাফেজ মাওলানা আলাউদ্দিন অংশগ্রহণ করেন। এমন অভিযোগে সন্ধ্যায় একা পেয়ে জাহিদুল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ ঘটনায় জাহিদুলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল গাজীপুর এলাকায় ৩ দিনের সফল অভিযানে জাহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।