ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে তানজিদ-তাসকিন

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
mzamin

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। শেষ ম্যাচে অপরাজিত তকমা ধরে রাখতে পারেনি রংপুর রাইডার্স। তাতেও ৮ জয় নিয়ে ১৬ পয়েন্টে তালিকার শীর্ষে রয়েছে নুরুল হাসান সোহানের দল। ৪ পয়েন্ট কমে দুইয়ে আছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। বিপিএলের চলতি আসরে রানের বন্যা দেখা গিয়েছে প্রায় প্রতিটি ম্যাচেই। ব্যক্তিগত সবচেয়ে বেশি রান ও উইকেট কে সংগ্রহ করলো সে ব্যাপারে আসা যাক। 
আসরের ৪৬টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৩২টি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম শেষে আগামী রোববার ফের ঢাকায় ফিরছে বিপিএল। চলতি আসরে এখন পর্যন্ত দুর্বার রাজশাহীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস। মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে থিসারা পেরেরার দল। দলের পারফর্মেন্স জোড়ালো না হলেও ওপেনিং ব্যাটার তানজীদ তামিমের ব্যাট নিয়মিতই হাসছে। ১০ ইনিংসে ৪৬.৬৭ গড়ে ব্যাট করে তানজীদের খাতায় উঠেছে ৪২০ রান। এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। দুইয়ে রয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। সমপরিমাণ ইনিংসে ৪৭.৩৭ গড়ে তিনি সংগ্রহ করেন ৩৭৯ রান। এরপর রয়েছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার লিটন কুমার দাস। ৯ ইনিংস খেলে তার সংগ্রহ ৩৪৮ রান। তালিকার চার নম্বরে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। ৪২.৭৫ গড়ে ৯ ম্যাচে বাঁহাতি ব্যাটারের সংগ্রহ মোট ৩৪২ রান। সেরা পাঁচের একমাত্র বিদেশি ব্যাটার চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ক। তবে তিনি ইনিংস খেলেছেন শীর্ষ পাঁচের মধ্যে থাকা সবার চেয়ে কম, ৮টি। ৪১.৮৮ গড়ে মোট সংগ্রহ করেন ৩৩৫ রান। 
বিপিএলের শীর্ষ পাঁচ উইকেট শিকারির মধ্যেও দেশীয় বোলারদের দাপট দেখা গিয়েছে। ১১.৪০ বোলিং গড়ে ২২ উইকেট নিয়ে সবার ওপরে রাজশাহীর তাসকিন আহমেদ। তবে তার জন্য ডানহাতি পেসারের করতে হয়েছে ৩৮.২ ওভার, যা কিনা সেরা পাঁচে থাকা বোলারদের মধ্যে সর্বোচ্চ। ইনিংসও খেলেছেন সর্বোচ্চ ১০টি। ৭ ইনিংসে ১৫ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন রংপুরের আকিফ জাভেদ। তার বোলিং গড় ১১.৮০। পাকিস্তানি পেসারের সমপরিমাণ উইকেট নিয়ে তার পরেই অবস্থান করছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি। এই টাইগার পেসারের বোলিং গড় ১৮.৬০। চার নম্বরে আছেন আরেক পাকিস্তানি খুশদিল শাহ। রংপুরের এই স্পিনার ৯ ম্যাচে বল করে ১০.৭১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে পাঁচ নম্বরে জায়গা করেছেন চিটাগং কিংসের আলিস আল ইসলাম। তার বোলিং গড় ১৬.৫৮।
আগামী রোববার মাঠে নামবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্টে টেবিলের তলানিতে রয়েছে আরিফুল হকের দল। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে রংপুর।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status