খেলা
বৃষ্টিতে ভেসে যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচ
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১:০৮ অপরাহ্ন

আজ পাল্লেকেলেতে মাঠে গড়াবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি। ১-১ সমতায় থাকা সিরিজে এই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে জয়ী দল। এমন অবস্থায় বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস জানানো ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, পালেকেল্লেতে আজ বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকালে সেখানে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও অনুভূত তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। এদিনের আকাশ ৭০ শতাংশ মেঘাচ্ছন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সিরিজের প্রথম ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৭ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচে একই ভেন্যুতে আগে ব্যাট করে ২৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা, পরে ম্যাচ জিতে নেয় ১৬ রানে।