খেলা
সরাসরি
২৮৫ রানে থামলো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৭ অপরাহ্ন

কুশলের সেঞ্চুরি, চারিথার ফিফটিতে এগোচ্ছে শ্রীলঙ্কা
দ্বিতীয় ওয়ানডেতে মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিলেন বাংলাদেশের স্পিনাররা। আজ থিতু হয়ে যাওয়া শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান আসালাঙ্কা ও মেন্ডিস বাউন্ডারি আনছেন নিয়মিত। ইতিমধ্যে কুশল মেন্ডিস সেঞ্চুরি ও চারিথ আশালাঙ্কা ফিফটি পূর্ণ করেছেন। ৩৮ ওভারেই ২০০ পার করা লঙ্কানরা এগোচ্ছে বড় রানের দিকের।
এবার কামিন্দুর উইকেট নিলেন মিরাজ
কামিন্দু ও কুশল মেন্ডিসের ৩৮ বলে ৩১ রানের জুটি ভেঙে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ২০ বলে ১৬ রান করা কামিন্দু।
তানভীর ফেরালেন নিশাঙ্কাকে
নিজের পঞ্চম ওভারে এসে উইকেটের দেখা পেলেন তানভীর ইসলাম। ব্যক্তিগত ৩৫ রানে পাথুম নিশাঙ্কাকে পারভেজ হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। ১৫.৩ ওভারে ২ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৯।
দলীয় ফিফটি শ্রীলঙ্কার
মাদুশকা ফেরার পর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে (২৩) নিয়ে জুটি বড় করছেন কুশল মেন্ডিস (২৫)। নবম ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ৫০।
মাদুশকাকে দিয়ে খাতা খুললেন তানজিম
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই নিশান মাদুশকাকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ১ রানে উইকেটের পেছনে নাজমুল হাসান শান্তকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এই লঙ্কান ওপেনার। ৪.৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২১।
টসে হেরে আগে বোলিং করবে বাংলাদেশ
বৃষ্টি শঙ্কার মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে ম্যাচ। ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দুদল। পাল্লেকেলেতে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা। লঙ্কানদের একাদশে কোনো পরিবর্তন নেই। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, হাসান মাহমুদের জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।