খেলা
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি
পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(৪ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম পর্বের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে ৬-৩ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচে হেরে গেলেও লড়াইটা দুর্দান্ত করে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ইসমাইল হোসেন, একটি করেন দ্বীন ইসলাম। ম্যাচের হাফ টাইমে স্কোরলাইন ছিল ৩-৩। তৃতীয় কোয়ার্টারে আরও এক গোলে লিড নেয় পাকিস্তান। শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে জয় দিয়ে ম্যাচ শেষ করে পাকিস্তান।
টুর্নামেন্টের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩-০ গোলে হংকংকে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বাংলাদেশ দল। পরের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে গুড়িয়ে দেয় ১৩-০ গোলে। তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে লাল সবুজের ছেলেরা। পাকিস্তান-চীন ম্যাচের পর গ্রুপে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হবে। চীনকে হারিয়ে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হলে, রানার্সআপ হিসবে শেষ চারে জাপানকে পাবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।