ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

অবসর ভেঙে ফিরে আরও দুই বছর বার্সাতেই থাকছেন সেজনি

স্পোর্টস ডেস্ক

(৫ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৫৬ অপরাহ্ন

mzamin

বার্সেলোনায় ভয়চেক সেজনির নাটকীয় অধ্যায় এখনই শেষ হচ্ছে না। গত অক্টোবরে অবসর ভেঙে কাতালান ক্লাবটিতে নাম লেখানো এই পোলিশ গোলকিপার নতুন চুক্তি করেছেন আরও দুই বছরের। সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

এর আগে গত মে মাসে সেজনি জানান, স্প্যানিশ জায়ান্টদের থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান সেসময়। সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ২০২৭ পর্যন্ত কাতালান পরিচয়ই ধারণ করবেন এই ৩৫ বছর বয়সী তারকা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস থেকে গত বছরের আগস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দেন সেজনি। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় চোটে পড়ে গোটা মৌসুমের জন্য ছিটকে যান বার্সার মূল গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগান। তখন দায়িত্ব সামলান ইনিয়াকি পেনিয়া। এমন অবস্থায় স্টেগানের দুয়ারে কড়া নাড়ে বার্সা। ইউরোপিয়ান জায়ান্টদের অনুরোধ ফেলে দিতে পারেননি সেজনি, যোগ দেন বাকি মৌসুমের জন্য। গোলপোস্টের নিচে ক্রমেই কোচ হান্সি ফ্লিকের আস্থা অর্জন করে দ্রুতই হয়ে ওঠেন দলের মূল গোলকিপার, খেলেন ৩০টি ম্যাচ। অবদান রাখেন বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে। কাতালানদের দলে বর্তমানে গোলকিপার সংখ্যা চারজন। সম্প্রতি এস্পানিওল থেকে জায়ান্টরা দলে টেনেছে তরুণ হোয়ান গার্সিয়াকে। তাই কাউকে না কাউকে দল ছাড়তেই হবে। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে নতুন ক্লাব খোঁজা শুরু করেছেন লা মাসিয়া প্রোডাক্ট পেনিয়া। অবশ্য ভালো দাম পেলে স্টেগানকেও বার্সা ছেড়ে দিতে চায় বলে জানা গেছে। তবে যেকোনো ভাবেই কাতালুনিয়ানদের দলে থাকতে চান এই জার্মান গোলকিপার।

২০০৯-এ আর্সেনালে পেশাদার ক্যারিয়ারে হাতেখড়ি হবার পর গানারদের হয়ে ২০১৭ পর্যন্ত খেলেন সেজনি, জেতেন দুটি এফএ কাপ। এর মাঝে লোনে খেলেন ব্রেন্টফোর্ড ও রোমায়। পোল্যান্ডের হয়ে ৮৪ ম্যাচ খেলা সেজনি পরে নাম লেখান জুভেন্টাসে। ওল্ড লেডিদের হয়ে ২০২৪ পর্যন্ত খেলে জিতেছেন ৩টি সিরি আ শিরোপা।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status