খেলা
প্রথম দিনেই হ্যাটট্রিক, মুলতানে নোমানের ইতিহাস
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:২৪ অপরাহ্ন

পাকিস্তান সফরে আবারও স্পিন ঘূর্নিতে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। শনিবার মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগেই অলআউট সফরকারীরা। একইসঙ্গে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন নোমান আলী। দেশের প্রথম স্পিনার হিসাবে টেস্ট ম্যাচে তুলে নিলেন হ্যাটট্রিক। শেষপর্যন্ত ৬ ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরে পাঠান তিনি। ১৬৩ রানে থামে উইন্ডিজের প্রথম ইনিংস।
প্রথমে জাস্টিন গ্রিভস, এরপর তেভিন ইম্লাচ এবং শেষে কেভিন সিনক্লেয়ারকে আউট করে অনন্য এই কীর্তি গড়লেন নোমান। এর আগে পাকিস্তানের হয়ে টেস্টে হ্যাটট্রিকের নজির ছিল পাঁচটি। এর মধ্যে ওয়াসিম আকরাম করেন দু’বার ও আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সামি এবং নাসিম শাহ একটি করে হ্যাটট্রিক করেন। দেশের পেস-নির্ভর মাটিতে এর আগে মাত্র দু’বার স্পিনারদের থেকে হ্যাটট্রিক দেখা যায়। ১৯৭৬ -এ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্পিনার হিসাবে প্রথম হ্যাটট্রিকটি করেন নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক। এরপরের হ্যাটট্রিকটি করেন বাংলাদশের লেগ স্পিনার অলক কাপালি, ২০০৩ -এ পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে। ৩৮ বছর বয়সী নোমানের হ্যাটট্রিকটি দেশের মাটিতে স্পিনারদের মধ্যে তৃতীয়। মুলতানে দ্বাদশ ওভারেই এই কীর্তি গড়ে ফেলেন বাঁহাতি এই স্পিনার। এর আগে ক্যারিবিয়ান অধিনায়ক এবং ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটকে ফেরান তিনি। হ্যাটট্রিক পূর্ণ করে কেমার রোচকে এলবিডব্লিউয়ে ফাঁদে ফেলে তুলে নেন ফাইফার। শেষ উইকেটে গুডাকেশ মোটির স্ট্যাম্প ভেঙ্গে গুঁড়িয়ে দেন সফরকারীদের প্রথম ইনিংস।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টপ থেকে মিডল অর্ডার পর্যন্ত নিয়মিত উইকেট হারায় ক্যারিবীয়রা। দলীয় ৩৮ রানেই ৭ উইকেট হারালে শেষদিকে দলের হাল ধরেন গুডাকেশ মোটি। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। জোমেল ওয়ারিকান অপরাজিত থাকেন ব্যক্তিগত ৩৬ রানে। ৪১.১ ওভারে শেষ হয় ইনিংস। এদিন ৭ জন উইন্ডিজ ব্যাটার আউট হন এক অঙ্কের রানেই। পাকিস্তানের হয়ে সর্বোচ ৬ উইকেট নেন নোমান। দু’টি উইকেট নেন আরেক স্পিনার সাজিদ খান। একটি করে উইকেট নেন কাশিফ আলী ও আবরার আহমেদ।