অনলাইন
টেকনাফে নৌকাসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
(১ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে আরাকান আর্মি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় অপহৃতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণপাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব বলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মো. হাছানসহ ৪ জেলে তার মালিকানাধীন ফিশিং নৌকা নিয়ে প্রতিদিনের মত নাফ নদে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটযোগে আসা লোকজন অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের ট্রলারটিকে ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়। অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদে কোস্টগার্ড নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান কোস্টগার্ডের এ স্টেশন কমান্ডার।
এ ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। তবে বিজিবি ও কোস্টগার্ড নাফ নদের সীমান্তে নিরাপত্তার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান ইউএনও।
পাঠকের মতামত
বিজিবি ও কোস্টগার্ড নাফ নদের সীমান্তে নিরাপত্তার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করেছে বলে এর আগেও অনেক বারই আমরা শুনে এসেছই কিন্তু কাজের বেলায়ে কি হচ্ছে সেটাই এই ঘটনার পরেই জানতে বা বুঝতে পারছি , অফিসে বশে বশে লেকচার দিয়েই কর্তব শেষ হয়ে কি ??????????????