ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

শিরোপা জিততেই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন শান্তরা

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:০৩ অপরাহ্ন

mzamin

এর আগে বৈশ্বিক আসরে কখনো ফাইনাল খেলা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে এবার চোখটা যে ট্রফিতেই, তা সরাসরি জানিয়ে দিলেন টাইগার অধিনায়ক। বেশ জোর দিয়েই জানালেন যে শিরোপা জয়ের বিশ্বাস ও সামর্থ্য দলের সবারই আছে।

আগামীকাল রাতে চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আজ ছিল আনুষ্ঠানিক ফটোসেশন ও সফরপূর্ব সংবাদ সম্মেলন। সেখানে শান্তর কাছে তাদের লক্ষ্যের ব্যাপারে জানতে চাওয়া হলে সোজাসাপ্টা জবাব, ‘আমরা চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে যাচ্ছি।’ টাইগার অধিনায়ক যোগ করেন, ‘আমার কাছে এমন (লক্ষ্য ঠিক করায় বাড়তি চাপ) কিছু মনে হয় না। এখানে আটটি দল আছে, সবাই চ্যাম্পিয়ন হবার যোগ্য। এই আটটি কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।’ এই লক্ষ্য দলকে বাড়তি চাপে ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমার মনে হয় না কেউ এটি অনুভব করে। কারণ, সবাই এটি চাচ্ছে, সবাই মনেপ্রাণে এটিই চায়, সবাই এটিই বিশ্বাস করে যে আমাদের ওই সক্ষমতাটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমি মনে করিম আমরা ওইভাবে মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। এবং প্রত্যেক খেলোয়াড় বিশ্বাস করি যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’ একদিন আগে প্রধান কোচ ফিল সিমন্স জানান যে চ্যাম্পিয়নস ট্রফির লক্ষ্যে দলের সেরা প্রস্তুতি হয়নি। তবে শান্ত মনে করেন কথাটির ভুল ব্যাখ্যা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না কোচ এমন কিছু বুঝিয়েছে। সংস্করণের দিক থেকে একটু ভিন্নতা তো থাকেই। কিন্তু আমার মনে হয় ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে, টুর্নামেন্টের উইকেটটা ভালো ছিল। আমরা যে কন্ডিশনে খেলব, আশা করছি এর চেয়ে ভালো উইকেট থাকবে।’

আগামী ২০শে ফেব্রুয়ারি দুবাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি যাত্রা। চোটের কারণে ভারতীয় দল থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। পরের ম্যাচে ২৪শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। তিনদিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status