অনলাইন
ইংল্যান্ডে শিশুদের খেলার মাঠের নিচ থেকে ১৭৫ বোমা উদ্ধার
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫১ অপরাহ্ন

ইংল্যান্ডের শিশুদের একটি খেলার মাঠের মাটির নিচ থেকে অন্তত ১৭৫টি বোমা উদ্ধার করা হয়েছে। নর্থাম্বারল্যান্ডের উলার শহরের ‘স্কটস পার্ক’ নামে শিশুদের একটি পার্ক থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো এখনো তাজা রয়েছে। এখবর দিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এ বোমাগুলো তৈরি করা হয়েছিল এবং এখনোও এগুলো বিস্ফোরিত হতে পারে। পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া-খুড়ি শুরু হয়। অল্প কিছুক্ষণ খননকাজ চালানোর পরই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়। গত জানুয়ারির শেষ দিকে ওই মাঠের মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। এরপর ফেব্রুয়ারির প্রথম থেকে বোমাগুলো উদ্ধারে খনন কাজ শুরু করা হয়।
বিশেষজ্ঞদের ধারণা, উদ্ধারকৃত প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনো অক্ষত আছে। এই বোমাগুলোর যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে।
উলার প্যারিশ কাউন্সিলের সদস্য মার্ক ম্যাথার জানিয়েছেন, বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তারা এক্ষেত্রে বেশ সহযোগিতা করছেন।
পাঠকের মতামত
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও রেখে গেছে বিপজ্জনক পৃথিবী। যেকোন মূহুর্তে মারাত্মক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে, এ ধরনের পরিত্যক্ত অস্ত্র থেকে।