ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বুমরাহর

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলার কথা থাকলেও পিঠের চোটের কারণে তা হয়ে ওঠেনি। ডানহাতি এই পেসারের জায়গায় আইসিসি ইভেন্টের দলে ডাক পেয়েছেন হার্শিত রানা। মঙ্গলবার রাতে এ ব্যাপারে নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠে চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। সেখান থেকে হসপিটাল হয়ে মাঠে ফিরলেও শেষ ইনিংসে আর বল করতে পারেননি ভারতীয় এই পেসার। বোর্ডের মেডিকেল দল জানান- পাঁচ সপ্তাহের মধ্যে সুস্থ হবেন বুমরাহ। তবে তারপর থেকে চোট নিয়ে আর কোনো ম্যাচে খেলতে পারেননি ভারতের এই বোলিং মেইনম্যান। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও গত মাসে ভারতের ১৫ জনের প্রাথমিক চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয় তাকে। তবে নাছোড়বান্দা চোটের কারণে মূল দলে জায়গা করতে পারলেন না বুমরাহ। ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে শেষ ওয়ানডে ম্যাচ দিয়ে তার ফিটনেস যাচাইয়ের কথা থাকলেও সেটিও হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছিল, টুর্নামেন্টের গ্রুপ পর্বে বুমরাহকে না পাওয়া গেলেও পরের দিকে যদি সম্ভাবনা থাকে, তাহলে তাকে মূল স্কোয়াডে দেখা যেতে পারে। কিন্তু মঙ্গলবার রাতে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, টুর্নামেন্টের কোনো অংশেই এই পেসারকে পাওয়া যাবে না। চোটের কারণে এ নিয়ে দ্বিতীয়বার কোনো আইসিসি ইভেন্টের বাইরে থাকছেন বুমরাহ। এর আগে অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। সেবার অস্ত্রোপচারের কারণে প্রায় ১১ মাস মাঠের বাইরে থাকেন এই ফাস্ট বোলার। বুমরাহর পরিবর্তে হার্শিতের ওপর ভরসা রাখছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক দল। ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে আইপিএল’র (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) সবশেষ মৌসুমে ভালো খেলার পুরস্কার হিসেবে গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরেই অভিষেক হয় ২৩ বছর বয়সী পেসারের। ইংলিশদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট তুলে নেয়া এই তরুণ বোলার এবার জায়গা পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। সে ম্যাচে ১৫ রান করেই আউট হন ভারতীয় এই ব্যাটার। হাঁটুর চোট থেকে ফিরে বিরাট কোহলি একাদশে ঢুকলে জায়গা হারান জয়সওয়াল। এবার এই তরুণ ওপেনার জায়গা হারালেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তার সঙ্গে আছেন পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটিং অলরাউন্ডার শিভম দুবে। বিসিসিআই জানায়, এই তিনজন ভারতেই থাকবেন। দরকার পড়লে দুবাইতে উড়ে যাবেন। মূল দলে নেয়া হয়েছে অফ স্পিনার বরুণ চক্রবর্তীকে। কুলদীপ জাদব, ওয়াশিংটন সুন্দর, দুই স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গে বরুণকে নিয়ে ভারতীয় দলে স্পিনারের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান প্রকৌশলী থেকে পুরোদমে ক্রিকেটার বনে যাওয়া বরুণ। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বুমরাহর ছিটকে পড়াটা বাংলাদেশের জন্য সুখবরই বটে। আগামী ২০শে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে লাল- সবুজের প্রতিনিধিরা।

ভারতের চূড়ান্ত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
রিজার্ভ: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল ও শিভম দুবে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status