ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিদেশি শক্তির সহযোগিতায় পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বিদেশি শক্তির সহযোগিতায় শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল দুপুরে সচিবালয়ের সামনে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও গ্রেপ্তারকৃত বিডিআর সদস্যদের পরিবারদের অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এ কথা বলেন।
এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার যদি এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে না দেখতেন তাহলে সচিবালয়ে এসে ঘেরাও করা উচিত ছিল। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছেন। এ বিষয়ে সরকার যদি ইতিবাচক না হতো তাহলে ২৪৫ জনের জামিন হতো না। সরকারের সফলতা নির্ভর করবে বিডিআর হত্যাকাণ্ডে সরকারের সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর। বিচারের মানদণ্ড নিশ্চিত করে বিডিআর হত্যাকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছে তারা যেন মুক্তি পায়। ষড়যন্ত্রকারীরা যেন ভবিষ্যতে প্রশ্ন না তুলতে পারে সেজন্য বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বিডিআরের নির্দোষ সদস্যদের পুনর্বাসন ও সামাজিক সম্মান নিশ্চিত করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছে।
এ সময় বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের আশ্বাস দেন। আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তার আশ্বাস প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এর আগে, দুপুরে ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বুধবার দুপুর পর্যন্ত চলমান রাখেন তৎকালীন বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। পরে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। দুপুর ১টার দিকে তারা সচিবালয় থেকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। বাধা অতিক্রম করে সামনের দিকে এগোতে থাকলে পুলিশ জলকামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের এলাকায় ঢুকে পড়ে আন্দোলনরতরা। একপর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সামনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। সচিবালয়ের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে রাস্তায় বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে।
আন্দোলনরত বিডিআর সদস্য আব্দুল মালেক বলেন, আমাকে ২০১৩ সালে চাকরিরত অবস্থায় কোনো নোটিশ ছাড়াই আমাকে চাকরিচ্যুত করা হয় অথচ আমি ওই ঘটনার সময় বান্দরবানে ছিলাম। আমরা চাই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেই সঙ্গে গ্রেপ্তারকৃত সকল বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে।
মাদারীপুর থেকে আসা বেলাল বলেন, এ ঘটনার সময় আমি যশোরে ছিলাম অন্যায়ভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকেই হয়তো জানে না শুধু পিলখানায় দায়িত্বরত বিডিআর সদস্যদের চাকরি যায়নি অন্যান্য ব্যাটালিয়ন এবং অন্যান্য জেলায় দায়িত্বরত অনেক বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। যারা ঢাকার বাইরের দায়িত্বে ছিল তারা কীভাবে এই ঘটনায় যুক্ত হতে পারে। আমরা চাই সরকারের পক্ষ থেকে কেউ আমাদের আশ্বাস দিক যে আমাদের দাবিগুলো মেনে নেয়া হবে। জেলখানায় নিরপরাধ বিডিআর সদস্য মৃত্যুবরণ করছেন এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, আমরা আর কোনো মৃত্যু চাই না।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status