বাংলারজমিন
সিকৃবিতে উচ্চ শিক্ষার আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত
সিকৃবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারউচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক লেভেল-১ সেমিষ্টার-১ এর আসন সংখ্যা ৪৩১ থেকে বৃদ্ধি করে ৫৮০ আসনে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কেন্দ্রীয় অডিটরিয়ামে একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া একাডেমিক কাউন্সিলের সভায় বিগত সময়ে ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবীগুলো অনুমোদন সহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালযের নব নিযুক্ত ভিসি অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সিকৃবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে উপসি'ত ছিলেন সিকৃবির নব নিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। এছাড়া শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণি বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকবৃন্দ উপসি'ত ছিলেন। ভিসি ড. আলিমুল ইসলাম সিকৃবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।