বাংলারজমিন
তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধপথে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারতাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চোরাই কয়লা আনতে গিয়ে পাথরেন গর্তে পড়ে মাথায় আঘাত পেয়ে বাংলাদেশী এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. রজব আলী (৫০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার শমশের আলীর ছেলে।
বুধবার সন্ধ্যায় নিহতের মেয়ের জামাই ফারুক মিয়া বলেন, তিনি অনেক দিন ধরেই লাকমা সীমান্তের ওপারে গিয়ে খাসিয়া বস্তিতে থেকে হাজিরার কাজ করতেন। প্রতি বৃহস্পতিবারে কাজ শেষে ওপার থেকে এপারে চলে আসতেন এবং প্রতি বৃহস্পতিবার সকালে গিয়ে ওপারে কাজ করতেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে লাকমা সীমান্ত পাড়ি দিয়ে ওপরে কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে মাথা ঘুরান দিয়ে পড়ে পাথরে আঘাত পেয়ে মারা যান তিনি। পরে সঙ্গে থাকা অন্যান্য লোকজন বাড়িতে খরব জানালে বুধবার সকালে গিয়ে বিকাল তিনটার দিকে ওপার থেকে নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এএসআই কার্তিক দাস বলেন, সে অবৈধপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছে শুনেছি। সন্ধ্যায় নিহতের বাড়িতে এসে লাশ উদ্ধার করেছি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে লাশ প্রেরন করেছি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাকারিয়া কাদির বলেন, শুনেছি লোকটি অবৈধভাবে ভারতের ভিতরে গিয়ে থেকে কাজ করতো। আজ সেখানে সে মারা গেছে এবং তারাই লাশ বাড়িতে নিয়ে এসেছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে তারা বিজিবির চোখ পাখি দিয়ে ভিতরে চলে যাচ্ছে। এধরনের কাজ যারা করছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস'া নিবে বিজিবি।