অনলাইন
সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনও চাপে নেই: আলী রীয়াজ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৪ পূর্বাহ্ন

সংস্কার নিয়ে কোনো চাপে রয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখতে পাই না।’ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলছে, অবশ্যই তারা বলবে। কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব সেটি হচ্ছে-সংস্কারের জন্য যে কমিশনগুলো তৈরি হয়েছে সেগুলোর সুপারিশগুলো তুলে ধরা। তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা। সেই প্রক্রিয়াটা চলছে। আমরা যখন দিয়েছি, ওনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, ক্ষেত্রবিশেষে সময় নিয়ে হলেও তারা তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাচ্ছে। সুতরাং এই মুহূর্তে চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। আমরা তাদের দেয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।’
এর আগে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দেয় জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে এই মতামত জমা দেয় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ওদিকে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকেই আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি)। বিকাল ৩টায় আলোচনা শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের লক্ষ্যে ৬ কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করবে।