অনলাইন
ঈদের ছুটি বাড়ানোর দাবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৪ পূর্বাহ্ন

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন।
এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শ্রমিকদের দাবি, ঈদের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে একই সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
পাঠকের মতামত
আসলে আমাদের সরকারি কর্মচারীদের ছুটি বা অন্যান্য সুবিধা কমানো উচিৎ। সরকারি কর্মচারীরা এতবেশি সুবিধা ভোগ করছে, মনে হয় তারা রাজা আমরা প্রজারা গোলাম।
They are from BAL
ছুটি লীগ দেখা যাচ্ছে। নো ওয়ার্ক নো পে দেয়া হউক।(রাস্তায় ছুটি দেয়??)
কথায় কথায় সড়ক অবরোধ, ওরা বিশৃংখলা সৃষ্টিকারী।
উশৃঙ্খল এই শ্রমিকদের সারা জীবনের জন্য ছুটি দিয়ে দেয়া হোক।