ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ-ভারতের শেষ পাঁচ লড়াই

স্পোর্টস রিপোর্টার, শিলং (ভারত) থেকে
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
mzamin

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে প্রতিবেশী দেশ ভারত। ভারতের র‌্যাঙ্কিং ১২৬ আর বাংলাদেশ আছে ১৮৫তম স্থানে। হেড টু হেড লড়াইয়েও ভারতের চেয়ে অনেক পিছিয়ে জামাল-তপুরা। দুই দলের ৩১ বারের সাক্ষাতে ১৬ ম্যাচেই জয়ী হয়েছে ভারত। বাংলাদেশের জয় মাত্র তিন ম্যাচে। ১২টি ম্যাচ ড্র হয়েছে। ভারত বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৭৮ সালের ১৪ই ডিসেম্বর, এশিয়ান গেমসে। সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ভারত। বাংলাদেশ তাদের প্রথম জয় পায় ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর, দক্ষিণ এশিয়ান গেমসে, যেখানে লাল সবুজের প্রতিনিধিরা জিতেছিল ২-১ গোলে। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সবশেষ পাঁচ লড়াইয়ে ভারতের জয় মাত্র এক ম্যাচে। বাকি চারটি ড্র হয়েছে। শেষ ৫ ম্যাচে দুই দলের লড়াই-

বাংলাদেশ ১-১ ভারত (৪ অক্টোবর, ২০২১)
২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বাংলাদেশের  মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে শুরু থেকেই ভারত চাপ বাড়তে শুরু করে। ২৭ মিনিটে ভারত উদান্ত সিংয়ের গোলে এগিয়ে গেলেও, ৭৪ মিনিটে ইয়াসিন আরাফতের গোলে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। ফলে টিম ইন্ডিয়া এগিয়ে গিয়েও জিততে পারেনি।

বাংলাদেশ ২-০ ভারত (৭ জুন, ২০২১)
২০২২ ফিফা বিশ্বকাপের বাছা্‌প পর্বে বাংলাদেশের দারুন এক জয় পেয়েছিল ভারত। ৭৯ মিনিটে আশিক কুরুনিয়ানের ক্রস থেকে দুর্দান্ত একটি গোল করেন সুনীল ছেত্রী। ৯২ মিনিটে তিনিই টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন।

বাংলাদেশ ১-১ ভারত (১৫ অক্টোবর, ২০১৯)
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচ আয়োজন করেছিল ভারত। ওই ম্যাচের ৪২ মিনিটে সাদউদ্দিনের গোলে লিড নেয় বাংলাদেশ।  তবে শেষবেলায় মান বাঁচে ভারতের। ৮৮ মিনিটে আদিল খানের হেডে সমতা ফেরে স্বাগতিকরা।

বাংলাদেশ ২-২ ভারত (৫ মার্চ, ২০১৪)
২০১৪ সালে ভারত দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। এরমধ্যে একটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে। গোয়ায় অনুষ্ঠিত ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বাংলাদেশ ১-১ ভারত (৩ সেপ্টেম্বর, ২০১৩)
২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে ছিল ভারত ও বাংলাদেশ। কাঠমান্ডুতে এই দুই দলের লড়াইটি ১-১ গোলে ড্র হয়। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটি গোলশূন্য ড্র হবে। কিন্তু, ৮২ মিনিটে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন ডিফেন্ডার আতিকুর রহমান মিশু। কিন্তু, ৯৫ মিনিটে সুনীলের গোলে হার এড়ায় ভারত। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status