বিশ্বজমিন
সোনু নিগমকে ইটপাথর, বোতল নিক্ষেপ: থামিয়ে দিলেন কনসার্ট
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

দর্শকদের ইটপাটকেল, বোতল নিক্ষেপের ফলে মাঝপথে কনসার্ট থামিয়ে দিলেন ভারতীয় সঙ্গীতের এ প্রজন্মের তারকা সোনু নিগম। রোববার তিনি দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) ইঞ্জিফেস্ট ২০২৫-এ যোগ দিয়েছিলেন। শো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে তা ভয়াবহ রূপ ধারণ করে। কনসার্টে যোগ দিয়েছিলেন কমপক্ষে এক লাখ শিক্ষার্থী। ভিড়ের ভিতর থেকে একদল শিক্ষার্থী এক পর্যায়ে মঞ্চে সোনু নিগমকে উদ্দেশ্য করে ইটপাটকেল ও বোতল ছুড়তে থাকে। ফলে মাঝপথে পারফরমেন্স থামিয়ে দেন সোনু নিগম। তিনি শিক্ষার্থীদের এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
হিন্দুস্তান টাইমস রিপোর্টে বলেছে, এ সময় সোনু নিগম বলেন- এখানে আপনাদের জন্য এসেছি আমি। একটা ভাল সময় কাটানোর আহ্বান জানাই। আনন্দ করবেন না এটা বলছি না। প্লিজ, এসব করবেন না। এ সময় টিমের আহত সদস্যদের দেখান তিনি। ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়ে যায় এক্সে। বেশ কিছু ভিডিওতে, সোনু নিগমকে তার জনপ্রিয় কিছু গান গাইতে দেখা যায়। গানের এক পর্যায়ে তার দিকে মাথার চুল বিন্যাসের একটি গোলাপি ব্যান্ড ছুড়ে মারে কেউ একচন। গান গাওয়ার মাঝে তা কুড়িয়ে নিয়ে নিজের মাথায় পরে নেন।
অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রোতাদের উদ্দেশে জোরে চিৎকার করছেন সোনু নিগম। তিনি বলেন, যদি তোমারা পারো তাহলো নির্বাচনে দাঁড়াও। উল্লেখ্য, এ বছর আইআইএফএ’র মনোনয়ন পাননি সোনু নিগম। সম্প্রতি তিনি ওই কমিটির কড়া সমালোচনা করেছেন।