বিশ্বজমিন
বালি’র কাছে ফেরিডুবি: ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮
মানবজমিন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৫ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার বালি উপকূলে একটি ফেরি ডুবে চারজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৩৮ জন। এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে কেএমপি টুনু প্রতামা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার মাত্র ৩০ মিনিট পরেই ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর। এই বন্দর প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বার্তা সংস্থা এপি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু সদস্য এবং ২২টি যানবাহন ছিল। বানিউয়াঙ্গি জেলার পুলিশ প্রধান রামা সামতামা পুত্র জানান, ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেককে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া গেছে, যারা কয়েক ঘণ্টা ধরে উত্তাল পানিতে ভেসে ছিলেন। রাত থেকেই ৯টি উদ্ধারকারী নৌকা, যার মধ্যে দুটি টাগবোট এবং দুটি ইনফ্ল্যাটেবল রাবার বোট রয়েছে, নিখোঁজদের খুঁজে বের করার জন্য সমুদ্রে অভিযান চালাচ্ছে। রাতের আঁধারে এবং প্রায় ২ মিটার (৬.৫ ফুট) উচ্চতার ঢেউ উদ্ধারকাজে ব্যাঘাত সৃষ্টি করছে। ইন্দোনেশিয়া একটি দ্বীপদেশ। সেখানে ১৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। ফলে ফেরি হচ্ছে অন্যতম প্রধান বাহন। কিন্তু নিরাপত্তা মান রক্ষা না করার কারণে ফেরিডুবি প্রায়শই ঘটে থাকে। মে মাসে বেঙ্গকুলু প্রদেশে একটি কাঠের নৌকা ডুবে ৭ জন নিহত এবং ৩৪ জন আহত হন। গত মাসে বালির উপকূলে ৮৯ জন যাত্রীসহ একটি ট্যুরিস্ট বোট ডুবে যায়। তখন সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও, এবারের দুর্ঘটনায় এমন সৌভাগ্য দেখা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজদের উদ্ধারে আশেপাশের এলাকাজুড়ে জোর তল্লাশি চালাচ্ছে ইন্দোনেশিয়ার নৌ ও বিমান বাহিনী।