বিশ্বজমিন
একদিকে ক্ষুধা অন্যদিকে ইসরাইলের হামলা, আরও ৭০ ফিলিস্তিনি নিহত
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

একদিকে ক্ষুধার যন্ত্রণা অন্যদিকে ইসরাইলি বাহিনীর ক্রমাগত গুলি বর্ষণ। অনিশ্চিত জীবনের মুখে ফিলিস্তিনিরা। বিনা উস্কানিতে গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে ইসরাইল। আল জাজিরা জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। যার মধ্যে ত্রাণ সংগ্রহ করতে আসা ৩৩ জন ফিলিস্তিনিও রয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে সম্পূর্ণ বিনা উস্কানিতে গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি করেছে ইসরাইলের সেনাবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ সময়ের মধ্যে ইসরাইলি বাহিনী অন্তত ২৬টি রক্তাক্ত গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে গাজার সরকার।
এদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছে তারা। এখানে বলে রাখা ভালো বুধবার গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি সময়ে গাজার ত্রাণকেন্দ্রের সামনে ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ উপত্যকাটিতে কাজ করা বহু মানবিক সংগঠন। আল জাজিরা জানিয়েছে, গাজার স্কুলগুলোতেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৃহস্পতিবার তারা উপত্যকার মুস্তফা হাফিজ স্কুলে হামলা চালায়। সেখান থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ১২ জনে। আর আহতের সংখ্যা হয়েছে এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন।