বিশ্বজমিন
ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৫ অপরাহ্ন

ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিউর ফ্রান্সেসকা আলবানিজ। ইসরাইলের বিরুদ্ধে তিনি গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন। আলবানিজ বলেছেন, আধুনিক ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরাইল। তিনি ৬০ টি কোম্পানির বিরুদ্ধে ইসরাইলকে সমর্থনের অভিযোগ করেছেন। এ সময় রাষ্ট্রগুলোর প্রতি ইসরাইলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান আলবানিজ। এছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার কারণে কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি নিশ্চিতের আহ্বান জানান তিনি। এ সপ্তাহের শুরুতে জেনেভায় ইসরাইলের কূটনৈতিক মিশন বলেছে,আলবানিজের প্রতিবেদন আইনত ভিত্তিহীন, মানহানিকর।
সূত্র: আল জাজিরা