ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সৈয়দপুরে গুঁড়িয়ে দেয়া হলো ৮ ইটভাটা, জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবার

নীলফামারীর সৈয়দপুরে আটটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে এসব ইটভাটা। সোমবার  দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান চালায়। জেলা  পুলিশ বিভাগ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৩ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল সাড়ে ১০টা  থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে উপজেলার কামারপুকুর এলাকায়  অবস্থিত মেসার্স এম এ বি  ব্রিকস ৫ লাখ,  মেসার্স  বি পি এল-২ ব্রিকস ৬ লাখ,  মেসার্স এ এস বি ব্রিকস ৬ লাখ,  মেসার্স এ স্টার বি ব্রিকস ৬ লাখ, এ বি এল ব্রিকস ৬ লাখ, খাতামধুপুর ইউপির মুসরত ধুলিয়া মেসার্স এম বি ব্রিকস ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এমবিসি ব্রিকস ৩ লাখ, মেসার্স টিবিএল ব্রিকস ৫০ হাজার টাকাসহ ৮টি ইটভাটায়  ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ৮ ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ৩৬ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযানকালে উল্লেখিত ইটভাটাগুলো স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status