বাংলারজমিন
গাজীপুরে বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারগাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক কামরাঙ্গীচালায় অবস্থিত হ্যাগ নীট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী লোকজন।
কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ওই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন।