বাংলারজমিন
ওসমানী হাসপাতালে ব্রাদারদের ওপর হামলা উত্তেজনা, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারবাইরের সংঘর্ষে আহত হওয়াকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরেও সংঘর্ষ হয়েছে। এ সময় বাইরের লোকজন হাসপাতালের ভেতরে ব্রাদারদেরও মারধর করেছে। ঘটনাটি ঘটেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে নগরীর মিরবক্সটুলায় একটি হোটেলে চা পান করছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন ব্রাদার। এ সময় তাদের পাশেই এক ব্যক্তি ধূমপান করছিলেন। ব্রাদাররা তাকে নিষেধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এতে হোটেলের কর্মচারীরাও জড়িয়ে পড়েন এবং ব্রাদারদের ওপর হামলা চালান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। পরে ব্রাদাররা চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে গেলে আহত হোটেল কর্মচারীরাও সেখানে চিকিৎসা নিতে উপস্থিত হন। এতে আবারো তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হোটেল কর্মচারীরা হাসপাতালের ড্রেসিং রুমে ব্রাদারদেরসহ নার্সদের আটকে রেখে দরজা বন্ধ করে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নার্স ও ব্রাদারদের উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, গিয়াস উদ্দিন, মুসলিম উদ্দিন ও আব্দুর রহিম। কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, মিরবক্সটুলায় মারামারির ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।