ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

খুলনায় আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক ২

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারmzamin

খুলনা নগরীতে ২টি বিদেশি পিস্তল, একটি শটগান ও ৭ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ৮ রাউন্ড পিস্তলের গুলি এবং ৭ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোররাতে মহানগরীর রায়েল মহল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ওসি খায়রুল বাশার। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবীব জানান, বুধবার দিবাগত রাতে দু’গ্রুপের মধ্য গোলাগুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ সময় হরিণটানা থানা পুলিশ হাসপাতালে গিয়ে খাইরুল সরদারকে (২৭) নামের এক যুবকে শনাক্ত করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হরিণটানা থানাধীন বাঙ্গালবাড়ি এলাকায় তাদের দু’গ্রুপের মধ্য গোলাগুলি হয় এবং অস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলের গুলি লেগে জখমপ্রাপ্ত হয়। সে সন্ত্রাসী ফারুক হোসেনের গ্রুপের ছিল। তখন তাকে নিয়ে হরিণটানা থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সহযোগে বৃহস্পতিবার সকাল থেকে বাঙ্গালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খাইরুল অস্ত্র বিক্রেতা ফারুকের বাড়ি দেখিয়ে দিলে তার বাড়ি তল্লাশি করা হয়। এ সময় ফারুককে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। একপর্যায়ে তার রান্নাঘরে থাকা জ্বালানি কাঠের স্তূপের মধ্য থেকে ২টি পিস্তল, তার বসতঘরের মধ্য থাকা একটি শটগান এবং ৭ রাউন্ড কার্তুজ, ঘরের ভেতরের দেয়ালের উপর থেকে পিস্তলের ৮ রাউন্ড গুলি এবং এক রাউন্ড এমটি কার্তুজ, তার বসতঘরের খাটের নিচ থেকে একটি বড় রামদা উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় উদ্ধারকৃত শটগান বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ এবং দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করে। তাদের পিসিপিআর যাচাই করে খাইরুলের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। অভিযান এখনো চলমান।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status