ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে কী বার্তা দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৫ এপ্রিল ২০২৫, শনিবার

পরিবর্তিত পরিস্থিতিতে দফায় দফায় চাপের মুখে পড়ছে সিলেট বিএনপি। গুটিকয়েক নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে দলের ভাবমূর্তি। পাশাপাশি লন্ডনে থাকা আওয়ামী লীগের পলাতক নেতাদের পক্ষ থেকে সিলেট বিএনপি’র নেতাদের নাম ধরে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সিলেটে শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সার্বিক বিষয়ে সিলেট বিএনপি’র অবস্থান পরিষ্কার করতে জেলা ও নগর বিএনপি’র পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিনিয়র নেতারা জানান, বিগত সাত মাসে দলের ভেতরে থাকা নেতারা যেখানেই বিতর্কে জড়িয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট শুরু হয়েছিল। তখন সেখানে জনগণের পক্ষে ‘ঢাল’ হিসেবে দাঁড়িয়েছিলেন দলের নেতাকর্মীরা। চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলার সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, নগর সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ-সিনিয়র নেতারা ওইদিন বিকাল থেকে মাঠে কাজ শুরু করেন। ট্রাকে করে মাইক হাতে তারা গোটা নগর চষে বেড়ান। ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নিজেরাই গড়ে তোলেন প্রতিরোধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিহীন সিলেটের পরিস্থিতি স্বাভাবিক করতে তারা পাড়ায় পাড়ায় ছুটে যান। জনগণকে সঙ্গে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মাঝে স্বস্তি ফেরাতে জেলার ইউনিয়ন ও নগরের ওয়ার্ড, পাড়া-মহল্লা পর্যায় পর্যন্ত বৈঠক করেন। পাশাপাশি সিলেটে পুলিশিং কার্যক্রম স্বাভাবিক করতে সিনিয়র নেতারা ভূমিকা রাখেন। এরই মধ্যে নেতাকর্মীদের নানা বিতর্কিত ঘটনায় সিলেটে প্রশ্নবিদ্ধ হতে থাকে কার্যক্রম। বিশেষ করে পাথর ও বালু কোয়ারিতে লুটপাট, ফুটপাথে চাঁদাবাজি, সীমান্তে চোরাচালান সহ নানা ঘটনায় ভাসতে থাকে নেতাকর্র্র্র্র্মীদের নাম। নেতারা জানিয়েছেন, সিলেটে যারাই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে অর্ধশতাধিক নেতাকর্মীকে দলীয় শাস্তির আওতায় আনা হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো- সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ কিংবা মাঝারি নেতৃত্বের কাউকে অভিযোগের তীরে প্রশ্ন বিদ্ধ করতে পারেননি। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় সিলেট বিএনপিকে চাপে রাখতে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আওয়ামী লীগ থেকে অভিযোগ তোলা হচ্ছে সিলেটের নেতাদের বাসায় ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতে মদদ রয়েছে নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। আইনশৃঙ্খলার অবনতি সহ নানা বিষয়ে সিলেট বিএনপি’র দিকে আঙ্গুল তুলছেন কেউ কেউ। ফলে সামগ্রিক বিষয়ে বিএনপি’র তরফ থেকে ব্যাখ্যা দেয়ার আয়োজন করা হয়েছে। এতে সিলেটে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা এবং সিলেট জেলা ও মহানগরের নেতারা উপস্থিত থাকবেন। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী মানবজমিনকে জানান, গত সাত মাস ধরে সিলেটের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএনপি’র নেতাকর্মীরা। যেখানে মানুষ বিপদে পড়েছে সেখানেই বিএনপি ঝাঁপিয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখাসহ সার্বিক বিষয়ে বিএনপি’র নেতারা অগ্রনী ভূমিকা পালন করছেন। এরপরও নানাভাবে বিএনপি’র নেতাকর্মীকে অভিযোগ-অপবাদের মুখে ঠেলে দেয়া হচ্ছে। যা মোটেই ঠিক নয়। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। মানুষের উন্নয়ন, শান্তির বিষয়ে সব সময় সোচ্চার। ফলে সিলেট বিএনপি মনে করে এ ব্যাপারে সার্বিক বিষয় নিয়ে পরিষ্কার বার্তা দেয়া প্রয়োজন। এজন্য আজকে সিলেটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী মানবজমিনকে জানিয়েছেন, সিলেট কোনো একটি একক প্রসঙ্গ নিয়ে বিএনপি কথা বলবে না। ওভার অল সার্বিক বিষয় নিয়ে মতামত জানাবে। সিলেট বিএনপি’র কার্যক্রমকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। তিনি বলেন, দলীয় কর্মকাণ্ডে সিলেট বিএনপিকে কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা দেয়া হয়েছিল সেটি নেতারা পালন করতে পেরেছেন। তবে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, ছাত্রদলের পাল্টা প্রতিবাদ, বাসা-বাড়ি ভাঙচুরে বিএনপিকে দোষারোপ, প্রকাশ্য আসামিরা ঘুরে বেড়ানো, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন- এসব নানা বিষয়ে সিলেট বিএনপি’র পক্ষ থেকে পরিষ্কার অবস্থান তুলে ধরা হবে। 

জরুরি সংবাদ সম্মেলন শনিবার: সিলেট জেলা ও মহানগর বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন শনিবার নগরীর আল-হামরা শপিং সিটি লিফটের পঞ্চম তলা বাফেট প্যারাডাইস হোটেলের হলরুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status