ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে ছাত্রলীগ ফেরার আশঙ্কায় রাজপথে যুবদল

ওয়েছ খছরু, সিলেট থেকে
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার

গত কয়েকদিন ধরে রাতের সিলেটে উত্তাপ-উত্তেজনা বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উঁকিঝুঁকি বাড়িয়েছে শঙ্কা। হঠাৎ করেই ঝটিকা মিছিল করে তারা নগরে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পাল্টা প্রতিরোধে নামে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় তারা সড়ক অবরোধ সহ আল্টিমেটামও দিচ্ছে। প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছে। ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন সিলেট থেকে লাপাত্তা হয়ে যান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশেই ভারতের মেঘালয় রাজ্য হওয়ার কারণে অনেকেই সেখানে পালিয়ে যান। সিলেট জেলা ও নগর ছাত্রলীগের নেতারা এখন সেখানেই রয়েছেন। এই অবস্থায় গত এক সপ্তাহে সিলেটে রাজপথে প্রায় সময়ই ঝটিকা মিছিল করতে দেখা গেছে ছাত্রলীগের কর্মীদের। দিনের বেলা তারা কোনো কর্মসূচি পালন করছেন না। রাতে হঠাৎ নগরের বিভিন্ন এলাকায় তারা মিছিল বের করে। রোববার রাতে ছাত্রলীগের টিলাগড় গ্রুপের কর্মীরা গোপালটিলার পাশ থেকে মিছিল বের করে। মিছিলটি মুহূর্তে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। টিলাগড় হচ্ছে ছাত্রলীগের হেড কোয়ার্টার। এখন অবশ্য টিলাগড় পয়েন্ট ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। টিলাগড়ে নিয়মিত তাদের অবস্থান দেখা যায়। এমসি ও সরকারি কলেজ ক্যাম্পাসে নিয়ন্ত্রণ রাখতে টিলাগড়ের আধিপত্য ধরে রাখতে চায় ছাত্রদল কর্মীরা। এজন্য টিলাগড়ে ছাত্রদলের অবস্থান থাকায় ছাত্রলীগ কর্মীরা এখনো সেখানে উঠতে পারেননি। টিলাগড়ের পাশেই নিরিবিলি এলাকা গোপালটিলা। এই গোপালটিলা এলাকা থেকে হঠাৎ মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। পরবর্তীতে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব মিছিলের জানান দিচ্ছেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সিলেটের বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের। দোষারোপ করা হচ্ছে প্রশাসনকে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা বলছেন- মাঝে মধ্যে ভোররাতেও তারা দু’-এক মিনিটের ঝটিকা মিছিল করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফলে তাৎক্ষণিক তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে যারাই কর্মসূচি পালন করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে রোববার ভোরে হঠাৎ নগরীর নাইরপুল এলাকায় মিছিল বের করে সিলেট জেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তাদের ব্যানারে লেখা ছিল, ‘ইউনূস হটাও দেশ বাঁচাও। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ কয়েক মিনিটের এই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে রোববার রাত ১০টার দিকে একই স্থানে বিক্ষোভ করেছেন সিলেট মহানগর যুবদল নেতাকর্মীরা। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন খবর পেয়ে ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি স্বাভাবিক করেন। একই সঙ্গে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ শিপনের পরিচালনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল খান পাপলু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ফুরুক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ সাকি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ। এ ব্যাপারে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ শিপন বলেন, প্রশাসন আশ্বাস দিয়েছে মিছিলকারী ওই ছাত্রলীগ কর্মীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন- দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হলে মানুষ ক্ষুব্ধ হবে না। মানুষ যাতে স্বাভাবিক থাকতে পারে সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। সিলেট নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন- ‘যুবদল নেতাদের দাবি যৌক্তিক। দেশের মানুষ পতিতদের ওপর ক্ষেপে আছে। ওরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। প্রশাসনকে এ ব্যাপারে আরও সোচ্চার হওয়ার দাবি জানাই।’ জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন জানিয়েছেন- ‘সিলেটের মাটিতে ফ্যাসিস্টদের ঠাঁই নেই। ওরা রাতে মিছিল করে। দিনে ভয় পায়। যুবদল নয়, জনগণই তাদের প্রতিরোধ করবে বলে জানান তিনি। এদিকে- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে গতকাল দুপুরে নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা রোধ এবং দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সিলেটের জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। এ সময় উপস্থিত ছাত্রনেতারা বলেন- যারা আইনে নিষিদ্ধ তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status