ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সমালোচনার মুখে প্রসিকিউটর

সিলভিয়ার নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৫, শনিবারmzamin

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেত্রী আফরোজ পারভীন সিলভিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ দেয়ার পর সমালোচনার মুখে তার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নিয়োগ বাতিল করা হয়। সূত্র জানায় নিয়োগ বাতিল হওয়া সিলভিয়ার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাক্টিভ নেত্রী। তিনি ঢাকা বার ও সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আওয়ামী প্যানেলকে বিজয়ী করার জন্য অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করেন। গত ১৮ই জানুয়ারি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দ্বাদশ সংসদ নির্বাচন উত্তর করণীয় শীর্ষক আলোচনা সভায় নেত্রীস্থানীয় ভূমিকা পালন করার ছবি তিনি নিজেই পোস্ট করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, সিলভিয়ার আওয়ামী আইনজীবীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তিনি স্বরূপ ছিলেন। বারের ভোট ডাকাতির নির্বাচনেও তিনি সক্রিয় কর্মীর ভূমিকা পালন করেন।    

অফিস আদেশে বলা হয়, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২৭শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া চার আইনজীবী হলেন- আফরোজ পারভীন সিলভিয়া, মো. মামুনুর রশীদ, আবদুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম। এই নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভীনের ক্ষেত্রে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নিয়োগ পাওয়া প্রসিকিউটর সিলভিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি সামনে আসতে থাকে। অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা। তাদের দাবির মুখে সিলভিয়ার নিয়োগ বাতিল করতে বাধ্য হয়েছে আইন মন্ত্রণালয়। 

আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, নুরুল ইসলাম সুজনসহ আওয়ামীপন্থি আইনজীবীদের সঙ্গে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া আফরোজ পারভীন সিলভিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  

এডভোকেট এরশাদ হোসাইন রাশেদ ফেসবুক পোস্টে লেখেন, এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেত্রী আফরোজ পারভীন সিলভিয়া। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সজল নতুন প্রসিকিউটর নিয়োগ নিয়ে তার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেন, আইনাঙ্গনের কিছু কিছু নিয়োগ চরম বিতর্কিত এবং বিগত ১৭ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও ৫ই আগস্টের আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে। মাননীয় আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, বিশেষ করে আইন উপদেষ্টার পিএস শামসুদ্দীন মাসুমের দৃষ্টি আকর্ষণ করছি (উনি নাকি ইদানীং লিস্ট কাটা ছেঁড়া করেন)। এভাবে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ চলতে থাকলে এক সময় আপনারাই অস্তিত্ব সংকটে পড়বেন। এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে? তিনি মানবজমিনকে বলেন, নিয়োগ পাওয়া সিলভিয়ার নিয়োগ বাতিল করেছেন। ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারের সমর্থনপুষ্ট আরও কয়েকজন রয়েছে। তাদের নিয়োগও বাতিল করতে হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট জামিউল হক ফয়সাল লিখেছেন, বিতর্কিত প্রসিকিউটরের নিয়োগ বাতিল হয়েছে শুনলাম। ধন্যবাদ। শুধু বাতিল হলেই চলবে না, তার সুপারিশকারীর নাম উন্মোচন করতে হবে। নতুন নিয়োগ দিতে গিয়ে যদি ফ্যাসিস্ট ঢুকে, তাহলে বন্ধ রাখুন প্লিজ।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম মানবজমিনকে বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় ট্রাইব্যুনালের মামলা পরিচালনায় দক্ষ ও যাদের যোগ্য মনে করা হয় শুধুমাত্র তাদেরই নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয় কখনো আমাদের সঙ্গে আলাপ করেন, আবার কখনো করেন না। কারণ নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় আমাদের কনসার্ন নিতে বাধ্য নন। প্রসিকিউটর নিয়োগের ক্ষেত্রে আইনজীবী হিসেবে কবে এনরোল হয়েছেন সেটাও বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে তিনি ট্রাইব্যুনালের কাজে যোগ্য কিনা, সেটা দেখে নিয়োগ দেয়া হয়। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে নিয়োগের ক্ষেত্রে আইনজীবী হওয়াও বাধ্যতামূলক নয়। যে কারণে আমাদের প্রসিকিউশন টিমে একজন নন আইনজীবীও নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার নিয়োগ হওয়া ও পরে নিয়োগ বাতিল হওয়া প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগের বিষয়ে আমি অবগত ছিলাম না বলে তিনি জানান।  

 

 

পাঠকের মতামত

নিয়োগ বাতিল করা হয়েছে তাতে খুশী হয়েছি। কিন্তু কথা হল বার বার একই ভুল করা হচ্ছে কেন? কাউকে নিয়োগ করার আগে খোঁজ খবর নেওয়া হচ্ছে না কেন? প্রশাসন এতটা উদাসীন কি করে হচ্ছে? নাকি ফ্যাসিস্ট আমলের লোকেরা ইচ্ছে করে এরকম করছে?

বিসমিল্লাহ্ খান
২৯ মার্চ ২০২৫, শনিবার, ১১:৫৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status