শেষের পাতা
ঈদের পর কমেছে মাংসের দাম
স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবার
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেড়ে যাওয়া মাংসের দাম কমতে শুরু করেছে। রাজধানীতে এখন প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। ঈদের আগে এই মুরগির দাম ছিল ২৩০ থেকে ২৪০ টাকা। গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমলেও বেশির ভাগ সবজির দাম বেড়েছে। অন্যদিকে মাছের দামও কিছুটা বেড়েছে। গতকাল মাংসের বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে ২৪০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম কমে এখন ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিপ্রতি ২৮০ থেকে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে এসেছে, যেখানে ঈদের আগে তা ছিল ৭৫০ থেকে ৮৫০ টাকা। কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকায়, পটল ৬০ টাকা, ধুন্দুল ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর মুখী ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাজনা ১৬০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁপে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। বাজারে সিম ৬০ টাকা কেজি, ফুলকপি ৬০ টাকা পিস, বাঁধা কপি ৫০ টাকা পিস, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।
এদিকে বাজারে লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম ১২০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে আলুর দাম স্থিতিশীল রয়েছে। আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পিয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ওদিকে বাজারে মিনিকেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা, স্বর্ণা ৫৫ টাকা এবং ২৮ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। এদিকে ঈদ পরবর্তী সময়ে বাজারে কদর বেড়েছে মাছের, যার ফলে প্রায় সব ধরনের মাছেই কিছুটা বাড়তি দাম যোগ হয়েছে। বাজারে প্রতি কেজি পাঙ্গাশ বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২০০ টাকায়, যা অন্যান্য সময়ে ১৮০ থেকে ১৯০ টাকায়ও পাওয়া যায়। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত, সরপুঁটি মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে। চাষের কৈ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। এছাড়াও বাজারে প্রতি কেজি বড় আকৃতির রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। ওদিকে বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায় এবং দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।