প্রথম পাতা
গাজায় দিনে ১০০ শিশু হতাহত
মানবজমিন ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, রবিবারগাজায় দিনে হতাহত হচ্ছে শত শিশু। তাদের নিষ্পাপ মুখ, রক্তাক্ত দেহ নিত্যসঙ্গী। কখনো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে চারদিকে তীব্র বোমা হামলা। তার মাঝে থর থর করে কাঁপছে এক শিশু। জন্মজন্মান্তরে গাজার শিশুদের এ দৃশ্য। সভ্যতার নামে, সভ্য মানুষ বলে দাবিদাররা তাদেরকে হত্যা করছে। পড়ার টেবিল, খেলার মাঠ, পিতা-মাতার আদর- সব কেড়ে নেয়া হয়েছে তাদের কাছ থেকে। অসংখ্য শিশু এতিম হয়ে বেঁচে আছে অন্যের সহায়তায়।
প্রথম দফা যুদ্ধবিরতির পর ১৮ই মার্চ থেকে আবার শুরু হয়েছে তাদের ওপর বর্বর হামলা। তখন থেকে প্রতিদিন অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। ইউএনআরডব্লিউ’র প্রধান এ তথ্য জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত এক লাখ ১৪ হাজার ৬৩৮ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে মোট ৬১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারাও নিহত হয়েছেন বলে ধরে নেয়া হয়েছে। অন্যদিকে সিরিয়ায়ও সম্প্রতি হামলা শুরু করেছে ইসরাইল। আল-জাজিরা বলেছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে- এম্বুলেন্স লেখা এমন গাড়িতে ইসরাইলিরা হামলা করেছে। তাতে কমপক্ষে ১৫ জন স্বাস্থ্যকর্মী ও মানবিক কর্মী নিহত হয়েছেন। এমন নতুন ভিডিও প্রকাশ পেয়েছে। শনিবার সকালেও গাজার দক্ষিণে খান ইউনিসে অভিযান চালিয়ে মানুষ হত্যা করেছে ইসরাইলিরা। এমন অবস্থায় যোদ্ধাগোষ্ঠী হামাস বলেছে, এম্বুলেন্সের ওপর হামলা হায়েনার মতো অপরাধ। এতে যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিচার দাবি করি।