প্রথম পাতা
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২৫, সোমবার
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন
কর্তৃপক্ষ (বিডা)। রোববার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯শে মার্চ স্টারলিংককে অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার জন্য যে নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের প্রয়োজন, স্টারলিংকের আবেদন করার কথা রয়েছে। নিয়ম মেনে আবেদন করলে অনুমোদন দেয়া হবে। এতে বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না।
উল্লেখ্য, গত ১৩ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা হয়।