প্রথম পাতা
মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবারফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে মার্কিন দূতাবাস সহ পুরো কূটনৈতিক এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাঁটা তারের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয় দূতাবাসের পাশ দিয়ে যাওয়া নতুন বাজার থেকে গুলশান-২ এলাকায় সংযুক্ত সড়কটি। দূতাবাসের সামনে কাউকেই দাঁড়াতে দেয়া হয়নি।
অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানের মার্কিন দূতাবাসের ঠিক উল্টো পাশের রাস্তায় একদল তরুণ মিছিল বের করেন। তাদের কারোর কারোর গলায় ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড। ফিলিস্তিনির পতাকা হাতে ছিলেন সাধারণ মানুষও। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা নতুন বাজারের মূল সড়কে অবস্থান নিয়ে ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন-বয়কট ইসরায়েল’, ‘নিউ ইয়র্ক উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইসরাইল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় মূল সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তখন তাদের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ।
এ সময় বিক্ষোভ মিছিলটি ঘিরে রাখেন পুলিশ ও সেনা সদস্যরা। তারা গতকাল সকাল থেকেই নতুন বাজার এলাকা থেকে মার্কিন দূতাবাসের পাশ দিয়ে গুলশান-২ যাওয়ার রাস্তাটির একপাশে ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দেয়। এমনকি দূতাবাসের সামনে দিয়ে কেউ হেঁটে গেলেও তাকে তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির মুখোমুখি হতে হয়। পরে দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে। বেলা আড়াইটার দিকে মিছিল নিয়ে সড়ক ছেড়ে যার যার মতো চলে যান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা চলে গেলেও পুরো দূতাবাস এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। এরপর কয়েক দফায় অল্পসংখ্যক লোক মিলে বিক্ষোভ মিছিল করেন। আমরা তাদের কাউকেই বাধা দিইনি। তবে তাদেরকে নির্দিষ্ট এলাকা পর্যন্তই এলাও করেছি। তারা সকলেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। বেলা আড়াইটার পর তারা সকলে সড়ক ছেড়ে চলে যান। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।