ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

আইরিনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

গেল বছর আওয়ামী সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার ও অপ্রীতিকর মন্তব্য করতে দেখা যায় তখনকার ক্ষমতাসীন সরকারের অনুসারী কিছু তারকাদের। সম্প্রতি একটি টেলিভিশনের প্রতিবেদনে ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে অভিনেত্রী আইরিন সুলতানার নাম জড়িয়েছে। সংবাদ প্রচারের পর এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে তিনি দাবি করেন, আটকের পরই কেন সোহানা সাবাকে দ্রুত ছেড়ে দেয়া হয়েছিল? শিরোনামের সেই রিপোর্টে তার নাম জড়ানো অনাবশ্যক ও বিভ্রান্তিকর। কেন তাকে ফ্যাসিস্টের সঙ্গে জড়ানো হয়েছে? তিনি বলেন, আমি নাকি বিগত ফ্যাসিবাদ সরকারের কুখ্যাত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তাদের পক্ষে কাজ করেছি। বরঞ্চ, আন্দোলনের শুরু থেকেই আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। এ বিষয়ে এক ফেসবুক পোস্টে তথ্য-প্রমাণ যোগ করে তিনি লিখেছেন, আন্দোলনের সময় নানাভাবে আমি আন্দোলনের পক্ষেই সোচ্চার ছিলাম। সরকারের নির্বিচার গণহত্যার বিরুদ্ধে। আমি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো সম্পৃক্ত নই। আগেও ছিলাম না। অতএব, যে বা যারাই আমাকে নিয়ে এমন বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমি আইনত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘আলো আসবেই’ গ্রুপে আমার কোনো সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ যদি কেউ উপস্থাপন করতে না পারে, তাহলে প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা না চায় তাহলে ওই বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেল সহ সংশ্লিষ্ট সবার নামে মানহানির মামলা দায়ের করবো।

পাঠকের মতামত

বুড়ি আইরিন, যা রটে কিছু বটে।

সোহাগ
৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১:৫৪ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status