বিনোদন
বদলে যাওয়া ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, সোমবার
ক্যারিয়ারের শুরুতে অভিনয়ের জন্য একাধিকবার সমালোচিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এদিকে, অভিনয়ের জন্য কটাক্ষের শিকার হলেও ক্যাটরিনার নাচের অনুরাগী অনেকেই। কিন্তু একটা সময় নাকি তিনি সেটাও পারতেন না। ক্যাটরিনার নাচে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার শরীর। ক্যাটরিনার প্রথম ছবি ‘বুম’। সেই সময়ে নাচের কোনো প্রশিক্ষণই ছিল না ক্যাটরিনার। কোরিওগ্রাফার টের্যান্স বলেছেন, ক্যাটরিনা কাইফ একটা মেয়ে বটে। মনে আছে, ‘বুম’ ছবির পরে ওর সঙ্গে একটা অনুষ্ঠান করেছিলাম। দেখেই মনে হয়েছিল, আরে ওর তো দেহের গড়নই ঠিক নেই। নাচতেও পারে না। না আছে চেহারা, না আছে নাচের প্রশিক্ষণ। লম্বা-চওড়া দেহের অধিকারী শুধু। কিন্তু টের্যান্সের এই ধারণা বদলাতে বেশি সময় লাগেনি। ‘রেস’ ছবিতে বসকোর পরিচালনায় ‘জারা জারা টাচ মি’- গানে নেচেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন টের্যান্স। বসকোকে তিনি বলেছিলেন, আরে তুমি কি করেছো। অসাধারণ নেচেছে ক্যাটরিনা। এই মেয়েটাকেই আমি দেখেছিলাম। ক্যাটরিনার প্রসঙ্গে একবার অভিনেতা ও উপস্থাপক শেখর সুমনও বলেছিলেন, ক্যাটরিনা কাইফকে দেখুন। যখন প্রথম ‘বুম’ ছবিতে অভিনয় করেছিলেন, তখন তিনি ঠিক করে দাঁড়াতে পারতেন না। সংলাপ বলতে পারতেন না। আর এখন তাকে দেখুন। ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘ধুম-৩’ ছবি দেখুন। এ এক বদলে যাওয়া ক্যাটরিনা।