খেলা
ফিলিস্তিনের সমর্থনে যা বলছেন তাসকিন-জামাল-মুশফিকরা
স্পোর্টস রিপোর্টার
(১৯ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৫:৪৫ অপরাহ্ন

ইসরাইল কর্তৃক স্বাধীনতাকামী রাষ্ট্র ফিলিস্তিনে চলছে বর্বর গণহত্যা। ক্রমাগত হামলার মুখে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজাসহ দেশটির একাধিক শহর। শুধু গাজাতেই গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে ৪৯০ শিশু। আর সবশেষ ১৮ মাসে প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ফিলিস্তিনি নাগরিক। ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে পৃথিবীর সব দেশে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও একাধিক পয়েন্টে সহিংসতাবিরোধী বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন অঙ্গনের মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ কিংবা নুরুল হাসান সোহানরা, জামাল ভুইয়ারা, হামজারাও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন।
জাতীয় দলের পেসার তাসকিন নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে নুরুল হাসান সোহানের মন্তব্য, ‘ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে, আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ।’
ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহয়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো।’
ফিলিস্তিন ফুটবল দলের বিপক্ষে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে বাংলাদেশ জাতীয় ফুটবলের অধিনায়ক জামাল লিখেছেন, ‘সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’আর জাতীয় দলের আরেক ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী তো অনেক বছর আগে থেকেই ফিলিস্থিনের সমর্থনে নিজের অবস্থান জানান দিয়েছেন। গেলো ঈদেও ফিলিস্তিনের স্কার্প ও হাতে রিজব্যান্ড পড়ে ছবি তোলেন তিনি।
গ্রাফিকাল ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের জন্য। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। হে করিম, হে রহমানুর রহিম, সাহায্য করুন, সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদের রক্ষক। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন আমিন।’
পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’ পবিত্র কুরআনের সূরা মায়িদার আয়াত উদ্ধৃত করে পেসার শরিফুল ইসলাম লিখেছেন, 'যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো।" – (সূরা মায়েদা: ৩২)। ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে। ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়। দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন।'
পাঠকের মতামত
বিশ্বকর্তা রহমানুর রাহীম একদিন অব্যিশ্যই ইস্রাইলের এ্ই অন্যায়ের বিচার করবেন। এখন আমাদের ন্যূনতম করণীয় হলো ইস্রাইল ও তাদের দোসরদের উৎপাদিত পণ্য পরিহার করে তাদের অর্থনীতিকে চেপে ধরা।