খেলা
একদিন পর ক্যাম্পে যোগ দেবেন আবাহনী মোহামেডানের ক্রিকেটাররা
স্পোর্টস রিপোর্টার
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য ১২ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ঢাকা প্রিমিয়ার লীগের শেষ রাউন্ড খেলে সেই ক্যাম্পে যোগ দিতে ছুটবে নাজমুল হোসেন শান্তরা। তবে তারা সেখানে যোগ দিবে শুরুর একদিন পর। যে কারণে বিসিবি’র কাছে আবাহনী ও মোহামেডান চিঠি দিয়ে অনুমতি চেয়েছে। কারণ ক্যাম্পের শুরুর দিন মিরপুর শেরেবাংলা মাঠে ডিপিএলের শেষ রাউন্ড খেলতে মাঠে নামবে এই দুই দল। আবাহনীর নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়াও, দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মুমিনুল হক সৌরভও আছেন এই দলে। মোহামেডানে খেলছেন মেহেদী হাসান মিরাজের মতো টেস্ট দলের অপরিহার্য ক্রিকেটার। জানা গেছে, ১২ই এপ্রিল যাদের ডিপিএলে ম্যাচ নেই, তারা সেদিন বিকালেই ক্যাম্পে যোগ দিবেন। অন্যদিকে, যাদের খেলা আছে তারা যাবেন রাতে। ২০শে এপ্রিল শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে শুরু হয়ে যাবে ডিপিএলের সুপার লীগ পর্ব। যেখানে দলগুলোকে খেলতে হবে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারদের ছাড়াই। বিশেষ করে এখন পর্যন্ত শীর্ষে থাকা আবাহনী ও মোহামেডান ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। এ বিষয়ে মোহামেডানের কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, তারা পড়বেন বড় চ্যালেঞ্জের মুখে। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘যদিও এখনো দল ঘোষণা করেনি নির্বাচকরা। এরপর নিশ্চিতভাবেই আমাদের পাঁচজন ক্রিকেটার থাকবে না। এর মধ্যে মিরাজ, মুশফিক, তাইজুল, তাসকিন অন্যতম। এখন আমরা সুপার লীগে বিপদে পড়বো সেটি আর বলার অপেক্ষা রাখে না। জানি না এই ঘাটতি পূরণ করবো কিভাবে!’
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লীগে ডিপিএলে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর ঈদের ছুটি কাটিয়ে ৬ই এপ্রিল থেকে ফের মাঠে গড়িয়েছে ঢাকা লীগ। শেষ চার রাউন্ডের ম্যাচ শেষে শুরু হবে সুপার লীগের লড়াই। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। একই সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের সামনে শেষ তিন রাউন্ডে রয়েছে শীর্ষে ওঠার দারুণ সুযোগ। তবে দলটির জন্য বড় চ্যালেঞ্জ হবে সুপার লীগ। জানা গেছে, মিরাজ ছাড়াও মুশফিকুর রহীম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ডাক পাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে। গুঞ্জন রয়েছে- এই দলের তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান অঙ্কনও এবার ডাক পেতে পারেন। যদি সেটি হয় তাহলে দলের গুরুত্বপূর্ণ পাঁচ ক্রিকেটারকে হারাবে ঢাকা লীগে শিরোপাপ্রত্যাশী দলটি। এমন চ্যালেঞ্জে কি করণীয় তা নিয়ে সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আসলে আমাদের তো আগে থেকেই জানা ছিল এমনটা হবে। এখন এই বিপদ কাটানোর কোনো পথ নেই। যারা আছেন তাদের নিয়েই খেলতে হবে।’ শান্তকে ছাড়াও আবাহনী পাচ্ছে না মুমিনুল হক সৌরভ ও নাহিদ রানাকে। দলটির এক কর্মকর্তা জানান, চ্যালেঞ্জ হলেও তারা প্রস্তুত আছেন। দুই টেস্ট খেলতে আগামী ১৫ই এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। এরপর ২০শে এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮শে এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এরই মধ্যে সুপার লীগ শেষ হয়ে যাবে। নির্ধারণ হবে শিরোপাও। তবে লীগ পর্বে এগিয়ে থেকেও সুপার লীগে শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে আবাহনী ও মোহামেডানের। কিন্তু সিসিডি এমন কোনো সময় পরিবর্তন করবে না বলেই জানা গেছে। একটি সূত্র জানায়, ‘জাতীয় দলের খেলা চলবে সূচি অনুসারে। আর এই সূচি অনুযায়ীই ঘরোয়া ক্রিকেট চলতে হবে। এই বাস্তবতা মেনে না নিলে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার পরিবর্তন সম্ভব নয়।